নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার স্ত্রী বানু বেগম ও ছেলে কাউসার মিয়া।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্রগ্রাম থেকে গোলাকান্দাইল বাসষ্টেশন এলাকায় নেমেছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ বাসষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বানু বেগম ও কাউসার মিয়াকে গ্রেফতার করে। তবে বানু বেগমের স্বামী হারুন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল