১১ ঘন্টা বিদ্যুৎহীন থাকলো সাতক্ষীরার মানুষ। বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোররাত ৩ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ে সাতক্ষীরা জেলার প্রায় ২২ লক্ষ মানুষ। খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত জাতীয় গ্রিডের ১৩২ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারনে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।
একটানা ১১ ঘন্টা বৈদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। হিমায়িত চিংড়ী শিল্পে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া মিল-কলকারখানা ও অফিস আদালতের কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে। ভ্যাপসা গরমে ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীরা পড়ে চরম বিপাকে। অনেকের বসতবাড়ির ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। বেলা ২ টার দিকে বিদ্যুৎ আসলে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ