গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের ভাসানী মিলনায়তন মাঠে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সাধারন সম্পাদক এ্যাড. মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, থানা বিএনপির সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সম্পাদক মুন্সী আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া শাফি, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ভাইস চেয়ারম্যান ভিপি শামীম, যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সম্পাদক মির্জা বাবু ও ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
এ সময় বক্তারা গ্যাসের মূল্য অবিলম্বে কমানোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল