ঝিনাইদহে ৯টি বোমাসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার কোঁটচাদপুর থেকে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৪টি বোমাসহ দুই জামায়াত কর্মী ও একই রাতে মহেশপুর থেকে ৫টি বোমাসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে ২২জনকে বিভিন্ন মামলায় আটক করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাফদারপুর আখ সেন্টারের পাশে মাঠের মধ্যে থেকে কোটচাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩০) ও সাদেক আলী নামে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়। আটক সাইফুল ইসলাম সোহাগী গ্রামের মো. জালাল ফুরসুরির ছেলে ও সাদেক আলী একই গ্রামের রহিম বক্সের ছেলে। তারা দুইজন জামায়াত কর্মী।
অন্যদিকে মহেশপুর থানা পুলিশ বুধবার রাতে মো. ইকবাল হোসেন ঢালী নামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে ৫টি বোমা হাতবোমাসহ তাকে আটক করে। এদিকে জেলার ৬টি উপজেলা থেকে পুলিশ অভিযান চালিয়ে আরো ২২জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল