গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত হয়। কর্মসূচি চলাকালে পুলিশ মাইক ব্যবহারে বাধা দেয় এবং মাইক্রোফোন খুলে নেয়। ফলে মাইক ছাড়াই তারা এ কর্মসূচি পালন করে।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে বিএনপি।
কর্মসূচি চলাকালিন জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোঃ মসিউর রহমান বক্তব্য রাখা শুরু করলে পুলিশ এসে মাইকের সুইচ বন্ধ করে দেয় এবং মাইক্রোফোন খুলে নেয়। সেসময় উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে মসিউর রহমানের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হয়।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল