গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে ২ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এড. আবদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালা, জেলা বিএনপি নেতা ওমর ফারুক টপি, আবু হানিফ, আবু জাহের হারুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, ছাত্রদল নেতা আবু হাসান নোমান, মিজানুর রহমান, মো: তারেক প্রমুখ। এসময় বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধি স্থগিত করার দাবি জানান।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল