গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া শহরের নবাববাড়ী সড়কে দলের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, ফজলুল বারী বেলাল, লাভলী রহমান, মোস্তফা আলী মুকুল, পরিমল চন্দ্র দাস, নাজমুল হুদা পপন, মেহেদী হাসান হিমু, আবুল বাশার, নাজমা আক্তার, আলীমুর রাজি তরুণ, মাহবুব হাসান লেমন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।