সারা দেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও পটুয়াখালী জেলায় এখনও চলছে বাস ধর্মঘট। পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পটুয়াখালী জেলা বাস শ্রমিক ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর অভ্যন্তরীন সকল রুটে বুধবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষ সদর থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করলেও উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে পুলিশের পক্ষ নেওয়া হয়নি কোন উদ্যোগ। আজ বৃস্পতিবার সকালে ঢাকা থেকে দোতলা লঞ্চে এসে পটুয়াখালীতে পৌঁছা কুয়াকাটাগামী পর্যটকসহ অভ্যন্তরীন সকল রুটের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে। তবে বরিশাল মালিক সমিতির বাস ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে।
সকাল থেকে বাস মালিক সমিতির নেতারা ও শ্রমিক ইউনিয়নের নেতাসহ শ্রমিকরা মুখোমুখি অবস্থানে থাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিক ও শ্রমিকদের আলাদাভাবে দফায় দফায় বৈঠক চললেও কোন সমাধান আসেনি। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ