কমিশনের পুরো সময়কালটি চ্যালেঞ্জিং। তবে নির্বাচন কমিশন সঠিক পথে থেকে সব কিছুই মোকাবেলা করবে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ নির্বাচন সার্ভার স্টেশন পরিদর্শন শেষে দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম এ কথাগুলো সাংবাদিকদের বলেন।
এরপর তিনি সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভায় তিনি সকলকে শত ভাগ স্বচ্ছ থেকে কাজ করার পরামর্শ দেন।
কবিতা খানম বলেন, আমি নওগাঁর সন্তান। দায়িত্ব যেন ঠিক ভাবে পালন করতে পারি এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগীতা চাই। সামনের দিনগুলো যেন ভালভাবে কাটাতে পারি। এর আগে তিনি নওগাঁ জেলা সার্ভার স্টেশন ঘুরে দেখেন। এ সময় রাজশাহী অঞ্চল নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেনসহ জেলার অন্যান্য নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা সার্ভার স্টেশনের মূল গেটের পাশে দুটি গাছের চারা রোপন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।