দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১২-তলা ভবনের প্রথম পর্যায়ে চার তলা ভবনে ২১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। শিগগিরই ভবনের ৫ম থেকে ৮ম তলা নির্মাণের কাজ শুরু হবে এবং এতে মোট এজলাসের সংখ্যা ১২টি বৃদ্ধি পেয়ে ২১টি হবে এবং বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য ২টি আধুনিক লিফট চালু করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ দায়রা জজ মো. এনামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মন্ডল বক্তৃতা করেন।