নিখোঁজ হওয়ার একদিন পর জয়পুরহাটের কালাইয়ে তাওহীদ তামিম শুভ (৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে পৗর শহরের মুন্সিপাড়ার একটি খড়ের গাদা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শুভ কালাই উপজেলার মুন্সীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে একং কাকলী শিশু নিকেতন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল থেকে শুভকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীসহ বিভিন্ন আত্মীয়দের বাড়িতে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে শনিবার ভোরে বাড়ির পাশের একটি খড়ের গাদায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/হিমেল