বরগুনা সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
এসময় বাল্যবিয়ের অপরাধে বর রাসেল মোল্লা (২৫) ও তার ভাই জসিম মোল্লাকে (২৮) একমাস করে বিনাশ্রম জেল ও কনের মা চিনি বেগমকে পাচঁশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই একই উপজেলার বাসিন্দা।
বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল হাসান জানান, সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের শাহজাহানের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময়ে তাদের এ সাজা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/এনায়েত করিম