ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে আজ সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)।
কানাইপুর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ওহিদুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকাল বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার