রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে মুসা সরদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টর দিকে জেলা সদরের দাদশী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা সরদার জেলা সদরের বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার জানান, শনিবার সকালে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর যাচ্ছিলো। সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি দাদশী বাজার এলাকায় পৌঁছালে মুসা সরদার ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, এ বিষয়ে রাজবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল গফুর বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/হিমেল