চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের আমজোয়ান গ্রামে চোর সন্দেহে গুমানী (২৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুমানী শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের মৃত লালচানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গুমানী একটি অটোবাইক নিয়ে নিজামপুর ইউনিয়নের আমজোয়ান গ্রামে রাত আড়াইটার দিকে একটি খড়ের পালা থেকে খড় বোঝায় করছিল। এসময় স্থানীয় লোকজন চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গুমানী ভারসাম্যহীন ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/হিমেল