বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে নেমেছেন। আজ শনিবার সকাল ৮টা থেকে তারা কাজে যোগ দেননি।
রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপত্র আবু রায়হান দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। ঘটনার প্রতিবাদে বেলা ১২টার দিকে হাসপাতালের সামনে বিক্ষোভও করেছেন বলে জানান। রায়হান বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে কর্মবিরতিতে গেছেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার