শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের খেজুরতলা নামক স্থানে মেঘনা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নদী থেকে লাশ দুটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই দুই ব্যক্তি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (৩০) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের নওশের আলীর ছেলে মাহাবুব প্রামাণিক। তারা কুচাইপট্টি এলাকায় মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ২৮ ফেব্রুয়ারি মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে একটি ট্রলারসহ ২৪ জন শ্রমিককে আটক করেছিলাম। তারা মুছলেখা দিয়ে থানা থেকে চলে যায়। শুক্রবার দুই ব্যক্তির লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করার পর তাদের মাটিকাটা শ্রমিক হিসেবে সনাক্ত করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার