প্রশাসনের অনুমতি না পাওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন রাস্তায় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার দু’ধারে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সালেহ উদ্দিন আহমেদ হেলাল, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন,স্বেচ্ছাসেবকদল সভাপতি হাবিবুর রহমান,ছাত্রদল সভাপতি মহিউদ্দিন লিমন প্রমুখ।
সন্মেলন করার জন্য নিয়মানুযায়ী উপজেলার জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সন্মেলনের জন্য আবেদন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান বিএনপির আবেদনে সম্মতি প্রদান করলেও উপজেলা প্রশাসন আইনশৃঙখলার অবনতির অজুহাত দেখিয়ে সেখানে তাদের সন্মেলন করতে দেয়নি।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ হরেশ্বর রায় সাংবাদিকদের জানান, উপরের নির্দেশ থাকায় ওই স্কুল মাঠে বিএনপিকে সন্মেলন করতে দেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠের পরিবর্তে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯