বগুড়ার কাহালু থানা পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ কয়েকটি জিহাদের বই, লাঠি ও কয়েক লিটার কেরোসিন তেল উদ্ধার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুল হাকিম (৪২), কাহালুর বীরকেদার ইউনিয়নের সাবেক আমির ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোসলেম উদ্দিন (৪৯), নারহট্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদুল্লাহ (৪৯) ও উপজেলা জামায়াতের রুকন (সদস্য) আব্দুল খালেক (৫০)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, জামায়াত নেতারা গত শুক্রবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বামুজা ফাজিল মাদ্রাসায় বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ