বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান খানের একটি প্রচার মাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সোলমবাড়িয়া বাস ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, মাইক ভাঙচুরের কথা বলা হচ্ছে কিন্তু তেমন কোন স্বাক্ষী প্রমান পাওয়া যায়নি।
বিএনপির প্রার্থী বদিউজ্জামান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা আমার প্রচার মাইক ভেঙে ফেলেছে। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য হাই কোর্টের নির্দেশনা থাকা স্বত্ত্বেও আমি সমান সুযোগ পাচ্ছি না। থানা পুলিশকে অভিযোগ জানালে তারা দেখেও না দেখার ভান করে এবং ঘুরিয়ে ব্যাখ্যা দেয়।
আগামী ৬ মার্চ সোমবার ভাইস চেয়ারম্যান পদে এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ করতে এখানে র্যাব, বিজিবি, এপিবিএন মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ