প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে বরিশালের উজিরপুরে যুবদল কর্মী মিজানুর রহমান হাওলাদারকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সোনার বাংলা বাজার সংলগ্ন বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিজান ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে আপলোড করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।
বিগত বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধ চলাকালে গাড়িতে পেট্রোল বোমা হামলা সহ পাঁচটি মামলার আসামি মিজান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ