বগুড়ার শেরপুর উপজেলায় গাড়ির ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, "ঢাকাগামী বাস বা ট্রাকের ছাদে করে ওই যুবক কোথাও যাচ্ছিলেন। ঘুমের ঘোরে ওই যুবক ছাদের ওপর থেকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর অসাবধনতাবশত একাধিক যানবাহন ওই যুবকের মরদেহের ওপর দিয়ে গেছে। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে চেনার কোনো উপায় নেই।"
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, "ধারণা করা হচ্ছে গাড়ীর ছাদ থেকে পড়ে গিয়ে সে মারা গেছে। তার পরিচয় পাওয়া যায় নি।"
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১