বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি বলেছেন, "সকল ভেদাভেদ ভুলে দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই জন্য জেলার প্রতিটি উপজেলায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।" আজ শনিবার ঝিনাইদহ শহরের কে আহমেদ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের এক সভয় তিনি এ কথা বলেন। এ সময় আগামী ২৫মে মধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার তাগিদ দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ স্বপন এমপি, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাডভোকেট আজিজুর রহমান, সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,কনক কান্তি দাস প্রমূখ।
উল্লেখ্য দীর্ঘ ১২ বছর পর আজ শনিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভায় আগামী ২৫ মে মধ্যে জেলার ৫টি উপজেলার সম্মেলন সম্পন্ন করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩