লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৮ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান তার কার্যালয়ে এ আদেশ দেন। এর আগে নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
রাতেই জব্দকৃত জালগুলো স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান স্থানীয় কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মিজানুর রহমান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ