সাতক্ষীরার কলারোয়ায় মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো বটির কোপে মালেকা (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নারী গুরুতর জখম হয়েছে। তিনি তুলসীডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী হজরত আলীর স্ত্রী।
শনিবার রাত ৯টার দিকে একই এলাকার সিরাজুল ইসলাম হাপুর ছেলে সাজুর(২৪) সাথে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে এক পর্যায়ে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম জানান, রাত ৯টার পরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া এক নারীকে তার স্বজনেরা চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। অভিযুক্ত সাজু ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তার পিতা সিরাজুল ইসলাম হাপু’কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৭/মাহবুব