নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাংলাবাজার থেকে পায়ে হেটে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে নোয়াখালী জেনালে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসেম বাংলাবাজার এলাকার মো: আবু ছায়েদের ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, দলীয় কোন্দল নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটনানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/হিমেল