আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে রবিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ইউএনও শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহ-সরকারি বেসরকারি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা