বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন পালিত হয়।
মানববন্ধনে মহিলা পরিষদ, জীবনের অধিকার সংঘ, সনাক, শাপলাফুল, ব্র্যাকসহ সরকারি বেসরকারি ১২ টি সংগঠনের নেতৃবৃন্দ একাত্ততা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারী নেত্রী আম্বিয়া খাতুন, শিল্পি সমাদ্দার, লাকী আক্তার, নাদিরা আকরাম, এ্যাড.লুনা সিদ্দিকী, সালমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/হিমেল