পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আতরখালী গ্রামের প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামে এক যুবকককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সুজন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/এনায়েত করিম