চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুরে বাচ্চাদের লাটিম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল হক ওরফে আবু নামে একজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবু শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় ছোট বাচ্চারা লাটিম খেলা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর জের ধরে স্থানীয় মন্টুর লোকজন গভীর রাতে হামলা চালালে আবদুল হক আবু গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/হিমেল