গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম আব্দুস সালাম (৫০)। তিনি মুরগীর ব্যবসা করতেন বলে জানা গেছে।
রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুস সালাম উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সকালে বাটিকামারী গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্যে আব্দুস সালামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।"
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯