বগুড়ার বাঙালি নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ওঠে এসেছে এক নারীর মরদেহ। নিহত নারীর নাম বেবী খাতুন (৩২)। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেবি খাতুন পাশের বেলগাছী গ্রামের রেজাউল করিম রেজার মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার (০৪ মার্চ) সন্ধ্যার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্য মামলা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১