ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা।
রবিবার কলেজ শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল বের করে। পরে তারা চেংগীস্কোয়ার হয়ে শহরের মহাজনপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে।
খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী, নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।
গত সোমবার রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় দুলাভাইয়ের ভাড়া বাসা থেকে খাগড়াছড়ি সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ইতি চাকমার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ইতির দুলাভাইয়ের বন্ধু জ্ঞানতোষ চাকমাকে আটক করেছে। বর্তমানে তিনি রিমান্ডে। খুনের রহস্য উদঘাটনে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে মাঠে নেমেছে সিআইডি পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে সিআইডি চট্টগ্রামের ইন্সপেক্টর মিতশ্রী বড়ুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা