চাঁপাইনবাবগঞ্জে একটি অটো রাইস মিলের ব্রয়লার বিষ্ফোরণে ৬ জন আহত হয়েছে। শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরে নজরুল অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, জাফর, রাসেল, সাদ্দাম, আজিরুন, রিনা বেগম ও জেসমিন বেগম। আহতদের মধ্যে তিন জন ওই ব্রয়লারের শ্রমিক এবং অপর তিন জন প্রতিবেশী।
এদের মধ্যে জাফর ও রাসেলকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে ছেড়ে দেয়া হয়।
ঘটনার খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নজরুল অটো রাইস মিলের একটি ব্রয়লার বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় পাশের চারটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে, রহনপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম জানান, বিষ্ফোরণের সময় ওই অটো রাইস মিলে ১৮ জন শ্রমিক কর্মরত ছিল। ব্রয়লারে পানি স্বল্পতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ