সিলেটের বিশ্বনাথে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফসলি জমি। কৃত্রিম বন্যায় ভেসে গেছে মাছের খামার। গত বুধ ও বৃহস্পতিবার থেমে থেমে ভারি বর্ষণের ফলে দেখা দিয়েছে মারাত্মক জলাবদ্ধতা।
জানা গেছে, উপজেলার দশঘর ও লামাকাজি ইউনিয়নের বেশিরভাগ ধানি জমি প্লাবিত হয়েছে। ভেসে গেছে দেওকলস ইউনিয়নের কয়েকটি মাছের খামার।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে আটটি ইউনিয়নে প্রায় সাত হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে নিম্নাঞ্চলের ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
দেওকলস ইউনিয়নের মৎস্য চাষী মধু মিয়া জানান, বৃষ্টির পানিতে মাছের খামার ভেসে যাওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কৃষক আনোয়ার মিয়া বলেন, আমাদের হাওরের বোরো ফসল পানির নীচে রয়েছে। দু'একদিনের মধ্যে পানি না নামলে ফসল তোলার সম্ভাবনা নেই।
কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, এলাকার কিছু কিছু জমি পালিতে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা