বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামানান সোহাগ। শুক্রবার তিনি নিশানবাড়িয়ার ভাষান্দল গ্রামের শাহালম হাওলাদারের বাড়িতে যান। ট্রলারডুবিতে শাহালম এর স্ত্রী সালমা বেগম ও দুই বছর বয়সী শিশুপুত্র সাজ্জাদ প্রাণ হারায়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সোহাগ এর পূর্বে শরণখোলার স্কুল ছাত্র নিহত আবির আল সামস্, কালিকাবাড়ির রফিক শেখ, আনছার আলী, আব্দুল মজিদ, সালমা বেগম এর নামাজে জানাজায় শরীক হন এবং তাদের স্বজনদের সান্ত্বনা দেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনিরুজ্জামান রাজ্জাক, কলেজ শাখা সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম নাইম, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, রাসেল হাওলাদার তার সঙ্গে ছিলেন।
সোহাগ শোকাহতদের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করেছেন এবং ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া ট্রলার ডুবে ২২ জন যাত্রী নিখোঁজ হন। এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে। জীবিত সন্ধান মিলেছে তিনজনের এবং এখনো দুইজন নিখোঁজ।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা