ঢাকা থেকে ট্রাকযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ শ্রমিক সর্বস্ব খুইয়েছেন। এছাড়া গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাদেরকে সিরাজগঞ্জের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া, নওগা, জয়পুরহাট ও সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায়।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম জানান, ১০ দিনমজুর গাবতলী থেকে ট্রাকযোগে উত্তরাঞ্চলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ট্রাকের হেলপার ও ড্রাইভার তাদেরকে স্যালাইনের মধ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়। পরে সকালে তাদেরকে মহাসড়কের রায়গঞ্জ-শেরপুর উপজেলার মাঝামাঝি জায়গায় ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজওয়ান জানান, ১০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/এনায়েত করিম