গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী নারীর (২৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে পরনে ছিল নীল কামিজ ও ধুসর রংয়ের প্যান্ট।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে মানসিক প্রতিবন্ধী ওই নারী কাউরাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রেন ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/এনায়েত করিম