নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মনিজা খাতুন (৬০) নামে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন আন্ডারচর গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী। একই ঘটনায় মনিজার ছেলে, মেয়ে ও ছেলের বৌসহ চার জনকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিজা খাতুনের পরিবার ও তার ছেলে আবুল কালামের শ্বশুর আবদুর রবের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার সকালে আবদুর রবের নেতৃত্বে পাশের বাড়ির আলম মাঝি, শাহজাহান, আনিছ, বাবুলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মনিজার বাড়িতে এসে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মনিফার মৃত্যু হয়। এসময় গুরুতর অবস্থায় তার দুই ছেলে আবুল কালাম, মোকলেস, মেয়ে নূর জাহান ও ছেলের বৌ সেফালীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/এনায়েত করিম