বাগেরহাটের মোরেলগঞ্জে সেতারা-আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির নাম পরিবর্তন করেছেন এমপি মোজাম্মেল হোসেন। এখন থেকে এই কলেজটি পরিচিত হবে সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামে।
শুক্রবার বেলা ১১টায় কলেজ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বলেন, ১৯৭১ সালে বরিশাল বিভাগের রাজাকার কমান্ডার আব্বাস উদ্দিনের নামে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। এটা করা হয়েছে জালিয়াতির আশ্রয়ে। আজ থেকে এই কলেজের নাম হবে সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
কলেজের অধ্যক্ষ জেসমিন বেগম অভিযোগ করেন, ড. মিয়া আব্বাস উদ্দিন জালিয়াতির আশ্রয়ে তার নিজের এবং স্ত্রীর নামে কলেজটির নামকরণ করেন। এই অভিযোগে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন আছে। মিয়া আব্বাস উদ্দিন একটি যুদ্ধাপরাধ মামলারও আসামি।
উপজেলা চেয়ারম্যান আইনজীবী শাহ্-ই-আলম বাচ্চু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপিকা আফরোজা বেগম, মাকসুদা বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, চেয়ারম্যান মাহমুদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা