নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আবদুল করিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ ৬ জন।
নিহত আবদুল করিম উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সতিহাট থেকে ভ্যানে করে রাত ১০টার দিকে আবদুল করিম বাড়ি ফিরছিলেন। পথে সাতবাড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
এতে ভ্যানটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান এবং আবদুল করিম ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল