দৈনিক ইনকিলাবের নীলফামারী জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন (৫৬) শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর প্রথম এবং আসরের নামাজের পর দ্বিতীয় জানাযা শেষে নীলফামারী প্রধান কবরস্থানে দাফন করা হবে জেলার প্রবীণ এই সাংবাদিককে। মোশাররফ হোসেন ইনকিলাব ছাড়াও দৈনিক চাঁদনি বাজার, আলোর সন্ধানে, নীলফামারী বার্তা, নীলকথায় কাজ করেছিলেন। নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
নিহতের পরিবার ও নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনিস জানান, হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, নীলফামারী চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নীলফামারীতে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২