মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌকা ডুবির ঘটনায় জাবেদ হোসেন বাবু (৩০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সাকিল হোসেন (৪০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১ টায় সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে এসে বাতাসের কবলে পরে নৌকাটি ডুবে যায়। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা নদীতে তল্যাশী চালিয়ে গুরুতর অবস্থায় সাকিল হোসেন ও পরে মো. জাবেদ হোসেন বাবুর মরদেহ উদ্ধার করে। নিহত জাবেদ হোসন বাবু ঢাকার রয়ের ভাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাপুর নৌ-ফাড়ি ইনচার্জ মো. মোশারফ হাসেন বলেন, ঢাকা থেকে মিরকাদিমে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে একটি ছোট ডিঙ্গি নৌকা যোগে গোশল করতে গেলা এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় জাবেদ হোসেন বাবু নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩