বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে সিরাজগঞ্জের সয়দাবাদে বাসচাপায় মনিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল সয়দাবাদ গ্রামের জামাত আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, সকালে সয়দাবাদ মোড় এলাকায় সাইকেল চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন মনিরুল। এসময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল/এস আহমেদ