'জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাও জঙ্গিবাদ' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার ঘণ্টাব্যাপী সরকারি মহিলা কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন কলেজ শাখা ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আহবায়ক আফসানা সিমু, শাম্মী আক্তার, কাজল ও বেলী।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান নেই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঐক্য গড়ে তুলে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল