কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মাঠ থেকে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত চা দোকানির নাম দুলাল (৪৫)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুলালের বাড়ি দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড়ে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সকালে দৌলতখালী মাদ্রাসার পেছনের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।"
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১