দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলার সার্বিক সহযোগিতায় সাতমাথা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি মাহফুজ আরা মিভা, অ্যাড. বিনয় কুমার দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ