“দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচবো, বাঁচবে দেশ”- এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানব বন্ধন, শপথ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধের শপথ করা হয়। মানববন্ধন শেষে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান দুদকের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট গিয়ে পথ সভায় মিলিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর এ.কে.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, দুদক উপ-পরিচালক কে.এম. মেছবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কাজী সামশুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ। র্যালি ও মানববন্ধনে দুদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্কুল ও কলেজের সততা সংঘের সদস্য, পরামর্শ কাউন্সিল, সাংবাদিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা অংশগ্রহন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ