সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার সয়দাবাদ গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খনজনপাড়া এলাকার ছকেন আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ও শুক্রবার রাতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের সমবায় পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, সকালে সয়দাবাদ মোড় এলাকায় সাইকেল চালিয়ে মহাসড়ক পার হবার সময় দ্রুতগামী বাস মনিরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিবুল করীম জানান, রাত দশটার দিকে পাবনা থেকে আমিনুল ও আব্দুল আলিম মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সমবায় পেট্রল পাম্পের কাছে বিকল হওয়া একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে রাতে আমিনুল এবং শনিবার সকালে ঢাকা নেওয়ার পথে আব্দুল আলিম মারা যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ