চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। আজ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও কালুপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদিকুল। এসময় তাদের কাছ থেকে জাল টাকা ছাপার মেশিনসহ সরঞ্জামাদী জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামসজিদ স্থলবন্দরের ৩নং গেট এলাকার নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের বসতবাড়িতে অভিযান চালালে সেখান থেকে ভারতীয় ৫০ হাজার ৫শ' রুপি ও বাংলাদেশি ২০ টাকার ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল